পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তি ও এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বাউফল থানা পুলিশ লোহালিয়া নদীর চর গরবদি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের নাম-পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি।
পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশ লোহালিয়া নদী থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ৬ থেকে ৭ দিন আগে এই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে। মৃতদেহটি অনেকটাই বিকৃত হয়ে গেছে।
এদিকে পুরুষের মৃতদেহ উদ্ধারের সময় লোহালিয়া নদীর একই এলাকায় আলতাফের ইটভাটা সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ তা উদ্ধার করে। ওই নারীর পেট কাটা রয়েছে, এর ফলে তার ভুঁড়ি বাহিরে বেরিয়ে এসেছে। ধারণা করা হচ্ছে ২৪ থেকে ৩৬ ঘণ্টা আগে ওই নারীকে হত্যা করা হয়েছে।
নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বাউফল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হচ্ছে।