আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে রাজবাড়ীর দুই ওসি’কে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১১টায় প্রত্যাহারের নির্দেশ দেওয়ার বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার মো: হাবিবুর রহমান।
প্রত্যাহৃত দুই ওসি হলেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আবু ফরহাদ এবং জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামাল হোসেন ভূঁইয়া।
রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার ও জেলা রিটার্নিং অফিসার মো: হাবিবুর রহমান বার্তা২৪.কমকে জানান, বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে রাজবাড়ীর কালুখালী থানার ওসি এবং জেলা গোয়েন্দা পুলিশের ওসি’র বিরুদ্ধে কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন তাদেরকে প্রত্যাহারের নির্দেশ দেন।
উল্লেখ্য, রাজবাড়ী জেলায় ৫টি উপজেলার মধ্যে ৪টি উপজেলাতেই তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয়। বাকী কালুখালী উপজেলাতে ১৮ জুন পঞ্চমধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই পুলিশ প্রশাসনের এই দুই কর্মকর্তাকে পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশন তাদের প্রত্যাহার করার নির্দেশ প্রদান করেন।