গত কয়েকদিন ধরে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে দেখা নেই বৃষ্টির। ফলে দিনের বেলা রোদের তাপ আর অসহনীয় গরমে চরম বিপাকে জেলার সাধারণ মানুষ। তবে রোদের প্রখরতা কাটিয়ে শুক্রবার (১৪ জুন) বিকেলে দেখা মিলল বৃষ্টির। এতে জনজীবনে ফিরেছে কিছুটা স্বস্তি।
গত বৃহস্পতিবার (১৩ জুন) চলতি বছরের পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘আজ পঞ্চগড়ে তাপমাত্রা ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়ায় রেকর্ড করা হয়। কিন্তু বিকেলে ৪টা ২০মিনিটে জেলার বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি ও বাতাসের দেখা মিলে।’