আপসের জন্য ডেকে নাটোরে হত্যা মামলার আসামিকে খুন

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-27 23:09:33

নাটোরের গুরুদাসপুরে হত্যা মামলার আসামি জালাল হোসেন মন্ডলকে (৬০) আপসের করতে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার (১৪ জুন) গুরুদাসপুর থানায় নিহতের ছেলে বাবু মন্ডল বাদী হয়ে একই গ্রামের নয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: নাটোরে সাক্ষ্য দিতে আসার পথে আসামিকে কুপিয়ে হত্যা

আসামিরা হলেন- মৃত মোমিন মন্ডলের ছেলে আশরাফুল (৩৬), মৃত আক্কাছ মন্ডলের ছেলে শরিফ (৩৭) ও সাইদুল (৪২), মজিদ মন্ডলের ছেলে রেজাউল (৩২) ও রবি (৩৪), মজনুর ছেলে আজাদুল (২৭), মৃত সোবাহানের ছেলে দুলাল হোসেন (৩৩), মোশারফের ছেলে মাহাবুর (২৮) এবং মৃত আশকান প্রামাণিকের ছেলে হাছেন আলী (৩০)।

নিহতের পরিবার দাবি করছে, আদালতে যাবার আগে মোমিন মন্ডল হত্যা মামলাটি মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির জন্য নিহত জালালকে ডাকা হয়। পরবর্তীতে তাকে পথেই কুপিয়ে হত্যা করা হয়।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, 'পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।'

এ সম্পর্কিত আরও খবর