লক্ষ্মীপুরে ২ লাখ ৮৭ হাজার শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-26 14:31:04

লক্ষ্মীপুরে এবার ২ লাখ ৮৭ হাজার ৫০৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার (১৭ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টশনে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, লক্ষ্মীপুরের ৫টি উপজেলা ও একটি পৌরসভায় ২ লাখ ৮৭ হাজার ৫০৭ জন শিশুকে আগামী ২২ জুন থেকে ১ম রাউন্ডের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে সদর উপজেলার ২১ টি ইউনিয়নে ১ লাখ ৯ হাজার ৫০০, রায়পুর পৌরসভাসহ ১১ টি ইউনিয়নে ৪১ হাজার ২৫০, রামগঞ্জ পৌরসভাসহ ১১ টি ইউনিয়নে ৪৪ হাজার ৮০৩, রামগতি পৌরসভাসহ ৮ টি ইউনিয়নে ৩৫ হাজার ৫০৭, কমলগরের ৯ টি উপজেলায় ৪০ হাজার ও লক্ষ্মীপুর পৌরসভায় ১৬ হাজার ৪৪৭ জন শিশু রয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ৩১ হাজার ৮৩২ ও ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ২ লাখ ৫৫ হাজার ৬৭৫ জন শিশু। ১৮৫ জন সুপারভাইজারের অধীনে ৩ হাজার ২০ জন কর্মী এ ক্যাপসুল খাওয়াবেন।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. নিজাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার আরিফুর রহমানসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এ সম্পর্কিত আরও খবর