অবৈধভাবে বাংলাদেশে ঢোকার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য ও আগরতলা ইমিগ্রেশন পুলিশের অপর এক সদস্যসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৭ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য কিষাণ লাল ও ইমিগ্রেশন পুলিশের কনস্টেবল বিশ্বজিৎ সরকার।
আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের কার্যালয়ের পাশে কিষাণ লাল ও বিশ্বজিৎ সরকারকে ঘুরতে দেখে তাদের আটক করেন বিজিবির সদস্যরা। আটককৃতরা অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছেন। তবে কী উদ্দেশে তারা বাংলাদেশে ঢুকেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
এ বিষয়ে বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির জানান, বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠক হবে। বৈঠকের পর আটকদের হস্তান্তর করা হবে। তবে কী কারণে তারা বাংলাদেশে ঢুকেছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।