বর্ষায় বৃষ্টি নেই গাইবান্ধায়

গাইবান্ধা, দেশের খবর

তোফায়েল হোসেন জাকির, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-08-30 20:54:03

কৃষি এলাকা হিসেবে পরিচিত উত্তর অঞ্চলের জেলা গাইবান্ধা। কিন্তু বৃষ্টির অভাবে চারদিকের মাঠে নেই কোনো ফসল। ফসলি জমিতে গজেছে ঘাস। ফলে সেখানে চরানো হচ্ছে গরু-ছাগল।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য বছরে একই সময়ে এসব জমিতে থাকতো হাঁটুজল। তবে এবছর মৌসুম শুরু হলেও বৃষ্টির দেখা মিলছে না। আবহাওয়ার বিরূপ প্রভাবে খরতাপে জ্বলছে মাঠ-ঘাট ও খাল-বিল, যা এখন গো-চারণভূমিতে পরিণত হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চিকনীর বিলে সরেজমিনে দেখা গেছে, আশপাশের ফসলের জমিতে গরু-ছাগল চরাচ্ছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন বার্তা২৪.কম-কে বলেন, ‘গত বছরের এই সময় চিকনীর বিলে হাঁটুজল ছিল। কিন্তু এবছর পানি তো দূরের কথা, আকাশে মেঘও নেই। ফলে জমিতে ঘাস জন্মেছে।’

স্থানীয় বাসিন্দা তৌহিদুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘প্রতিবছর বর্ষাকালে এই মাঠের পানিতে বাণিজ্যিকভাবে হাঁস পালন করতাম। কিন্তু এবার পানি না থাকায় সেটা সম্ভব হচ্ছে না। তবে মাঠে ঘাস গজানোয় ছাগল পালন করেছি।’

আরিফ, সুজন ও মেহেদী হাসান নামের কয়েকজন কিশোর-যুবক বার্তা২৪.কম-কে জানান, প্রতিবছর বৃষ্টিতে বিলের পানিতে কলা গাছের ভেলা বানিয়ে খেলা করতাম ও মাছ ধরতাম। কিন্তু এ বছর বৃষ্টি না হওয়ায় সেই আনন্দ আর নেই। ফলে মাঠ-বিল এখন গবাদিপশুর চারণভূমি।’

এলাকার প্রবীণ শিক্ষক আবদুর রশিদ সরকার বার্তা২৪.কম-কে বলেন, ‘গ্রীষ্মের পর আষাঢ়-শ্রাবণে বৃষ্টি শুরু হয়। নবধারাজলে ভিজে শীতল হাওয়া স্বস্তি দেয় প্রাণে। সব রুক্ষতাকে বিদায় জানিয়ে নরম কোমল হয়ে উঠে গ্রামবাংলার মাঠ-ঘাট। তবে এখন নানা কারণে আবহাওয়ার পরিবর্তন হওয়ায় মাঠ-ঘাট যেন গরু-ছাগলের চারণভূমি হয়ে উঠেছে।’

এ সম্পর্কিত আরও খবর