বেনাপোলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৪

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল, যশোর | 2023-08-31 01:46:04

যশোরের বেনাপোলের বিভিন্ন ক্লিনিকে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) রাত ১০টার দিকে বেনাপোল বাজারের একটি ক্লিনিক থেকে পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।

আটক ব্যক্তিরহলেন- জীবনগরের আশতালাপাড়া গ্রামের সৌরভ হোসেনের ছেলে শাহাজাত বেল্লাল (২৯), একই এলাকার আব্দুল জব্বারের ছেলে সবুজ হোসেন (২০), তারানিবাশ পশ্চিম পাড়া এলাকার করিমের ছেলে আলামিন বিশ্বাস (২৬) ও দৌলতগঞ্জ এলাকার মিজানুর রহমানের ছেলে শীতল হোসেন (২০)। তারা নিজেদের পল্লি টিভি নামে একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক বলে দাবি করেছেন।


বেনাপোলের রজনী ক্লিনিকের ম্যানেজার আরাফাত ইসলাম সুইট বার্তা২৪.কমকে জানায়, পল্লী টিভির স্টিকার লাগানো একটি মাইক্রোবাস নিয়ে ওই চার যুবক ক্লিনিকে এসে সাংবাদিক পরিচয় দিয়ে দুই লাখ টাকা দাবি করেন। এসময় তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফবার্তা২৪.কমকে জানাচ আটক ব্যক্তিদের ব্যবহৃত একটি মাইক্রোবাস ও চাঁদাবাজির কিছু টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

এ সম্পর্কিত আরও খবর