‘জনগণকে সেবা দিতে হবে, না পারলে সরে যান’

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-26 17:17:05

সরকারি কর্মকর্তা কর্রমচারীদের উদ্দেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক সারোয়ার মাহমুদ বলেছেন, ‘জনগণকে সেবা দিতে হবে, না পারলে সরে যান। আপনার জায়গায় আরেকজন আসবে। কারণ, রাষ্ট্রের ও সরকারের সঙ্গে আপনি চুক্তিবদ্ধ।’

বৃহস্পতিবার (২০ জুন) উপজেলা পরিষদের শহীদ মুক্তিযোদ্ধা হাফিজার রহমান মিলনায়তনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র নিয়ে আয়োজিত গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

দুদক মহাপরিচালক বলেন, ‘এ দেশের জনগণের সেবক আমরা। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তাদের কথা শুনতে হবে। তাদের কাজ করে দিতে হবে। না পারলে বলতে হবে কেন পারলাম না।’

তিনি আরও বলেন, ‘দুদক আপনার প্রতিষ্ঠান, বিদেশ থেকে আসেনি। জনসাধারণকে সেবা দেওয়া সরকারি কর্মকর্তাদের কাজ। কারণ, জনগণের করের টাকায় আমাদের বেতন হয়। স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করবেন। কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের এ আয়োজন না। দুদক আপনাদেরকে শোধরানোর সময় দেবে। প্রথম পর্যায়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হবে। এরপর কোনো দুর্নীতির অভিযোগ পেলে তাদেরকে আর ক্ষমা করা হবে না।’

গণশুনানিতে আরও বক্তব্য দেন- দুদকের রাজশাহী বিভাগীয় পরিচালক মোরশেদ আলম, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার, শিবগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাম নারায়ন কানু।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিদুল ইসলাম, আব্দুল হাই প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর