গোপালগঞ্জে সাব-রেজিস্ট্রার না থাকায় জমি বেচা-কেনায় ভোগান্তি

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-21 01:11:09

গোপালগঞ্জ সদর উপজেলায় প্রায় এক মাস ধরে সাব-রেজিস্ট্রার না থাকায় জমি বেচা-কেনা বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ যেমন চরম ভোগান্তিতে পড়েছেন, তেমনি মোটা অংকের রাজস্ব হারাচ্ছে সরকার।

জানা গেছে, গত ৩০ মে সাব-রেজিস্ট্রার আব্দুর রহিম পদোন্নতি পেয়ে নড়াইলে বদলি হয়ে যান। এরপর থেকে গোপালগঞ্জ সদরে সাব-রেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। ফলে জেলা সদরের জমির রেজিস্ট্রি বন্ধ রয়েছে।

এদিকে, সাব-রেজিস্ট্রার না থাকায় জমি বেচা-কেনা করতে পারছেন না উপজেলার মানুষ। ফলে আয় প্রায় বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্টদের। গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার বাসিন্দা শাহজাহান চৌধুরী ও থানাপাড়ার বাসিন্দা আরিফ হোসেন বার্তা২৪.কম-কে বলেন, ‘জমির দলিল করতে আমরা বেশ কয়েকদিন সাব-রেজিস্ট্রি অফিসে গিয়েছি। কিন্তু সাব-রেজিস্ট্রার না থাকায় আমাদের কাজ হচ্ছে না।’

সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সালাউদ্দিন খান ও খায়রুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘দীর্ঘদিন ধরে সাব-রেজিস্ট্রার না থাকায় আমাদের আয় বন্ধ হয়ে গেছে। ফলে অনেক সমস্যা হচ্ছে।’

মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে জেলা রেজিস্ট্রার মো. শাহ নাওয়াজ খান বার্তা২৪.কম-কে বলেন, ‘জেলা সদরে সপ্তাহে প্রায় দুইশত দলিল করতে হয়। কিন্তু সাব-রেজিস্ট্রার না থাকায় সেটা বন্ধ রয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর