বগুড়া-৬ উপ-নির্বাচন: ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন

বগুড়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া | 2023-08-23 06:34:07

বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহয়তা করতে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (২৩ জুন) থেকে নির্বাচনের পরদিন ২৫ জুন (মঙ্গলবার) পর্যন্ত বিজিবি সদস্যরা মাঠে থাকবেন।

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ ১৫ প্লাটুন বিজিবির নেতৃত্বে রয়েছেন।

রোববার সকাল থেকেই বিজিবি সদস্যরা নির্বাচনি এলাকায় টহল দিতে শুরু করেছেন। ১৫ প্লাটুন বিজিবির মধ্যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে পাঁচ প্লাটুন, জয়নাল আবেদীন কমার্স কলেজে তিন প্লাটুন, নুনগোলা ডিগ্রি কলেজে তিন প্লাটুন ও শাখারিয়া মাঈন উদ্দিন দাখিল মাদ্রাসায় চার প্লাটুন বিজিবি অবস্থান করছে।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল মালেক বার্তা২৪.কম-কে বলেন, ‘বিজিবি সদস্যরা নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কাজ করবেন।’

উল্লেখ্য, আগামীকাল (২৪ জুন) বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে ১৪১টি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর