ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গৌর মন্দিরে লিটন ঘোষ নামের এক শ্রমিকের শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করে ব্যাগে ভরে থানায় গিয়ে হাজির হয়েছেন লবু দাস নামে এক ব্যক্তি।
মঙ্গলবার (২৫ জুন) দুপুর ২টার দিকে জেলার নাসিরনগরের গৌর মন্দিরের নাট মন্দিরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত লিটন ঘোষ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা এলাকার মতি ঘোষের ছেলে। তবে পুলিশ বলছে, লবু দাস মানসিক রোগী সে উপজেলা সদরের নাছিরপুরের পরমানন্দ দাসের ছেলে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান সাংবাদিকদের জানান, দুপুরে গৌর মন্দিরের নাট মন্দিরে সে ঘুমাচ্ছিলেন। এ সময় মানসিক প্রতিবন্ধী লবু দাস একটি দা দিয়ে লিটন ঘোষের মাথা শরীর থেকে দ্বিখণ্ডিত করে ফেলে। পরে সেই মাথা নিয়ে নাসিরনগর থানায় হাজির হয় লবু দাস।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লবু দাসকেও আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।