চুয়াডাঙ্গায় ৫ পুলিশ ক্লোজড: তদন্ত কমিটি গঠন

চুয়াডাঙ্গা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা | 2023-08-27 12:09:22

চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল নিয়োগে অনৈতিক সুবিধার অভিযোগে এক ইন্সপেক্টরসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলায় কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রাথমিক অভিযোগে রোববার (২৩ জুন) তাদের ক্লোজড করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টাস) আবুল বাশারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

বার্তা২৪.কমকে অতিরিক্ত পুলিশ সুপার জানান, চলতি ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে জেলায় ১৫ জন পুরুষ ও ৩ জন নারী নেওয়া হবে। গত শনিবার (২২ জুন) কনস্টেবল পদের চলমান নিয়োগে লিখিত পরীক্ষায় অনৈতিক সুবিধা নেওয়ার তথ্য পান জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান। ওই তথ্যের ভিত্তিতে একজন ইন্সপেক্টরসহ পাঁচ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

যারা ক্লোজড হয়েছেন তারা হলেন- ইন্সপেক্টর শহীদুজ্জামান, এএসআই জাহিদুল ইসলাম, কনস্টেবল সাজ্জাত গাজী, কনস্টেবল হারুনা রশীদ ও কনস্টেবল কামরুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর