হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম

দিনাজপুর, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হিলি (দিনাজপুর) | 2023-08-11 14:28:22

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে এখানে প্রকারভেদে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ৩ থেকে ৪ টাকা।

গত এক সপ্তাহ আগে হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ১৬ থেকে ১৭ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সেই পেঁয়াজ ১২ থেকে ১৩ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী বাবুল হোসেন দাম কমার কারণ হিসেবে বার্তা২৪.কমকে জানান, অতিরিক্ত গরমের কারণে আমদানিকৃত পেঁয়াজ গোডাউনে সংরক্ষণ করা যাচ্ছে না। গোডাউনে রাখলেও সেগুলো পচে যাচ্ছে। আর সে কারণে কম দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।

জানা গেছে, চলতি সপ্তাহের তিন কর্মদিবসে হিলি স্থলবন্দরে ভারতীয় ৭৭ ট্রাকে ১ হাজার ৯শ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর