মানিকগঞ্জে সবজির বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

মানিকগঞ্জ, দেশের খবর

খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, মানিকগঞ্জ, বার্তা২৪.কম | 2023-08-30 04:40:05

অনুকূল আবহাওয়া আর যথাযথ পরিচর্যায় মানিকগঞ্জে সবিজর বাম্পার ফলন হয়েছে। স্থানীয় ও পাইকারি বাজারে চাহিদা থাকায় ও দাম পাওয়ায় সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষকরা।

জেলা কৃষি অধিদফতরের তথ্যমতে, চলতি খরিপ মৌসুমে জেলার চার হাজার ১৭৯ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ঢেঁড়স, ঝিঙ্গা, বরবটি, করলা, কাকরোল, বেগুন, কহি, জালি (চাল কুমড়া), ডাটাসহ বিভিন্ন ধরণের সবজি চাষ করেছেন কয়েক হাজার কৃষক।

বিশেষ করে- মানিকগঞ্জ সদর, সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় সবজির আবাদ হয় সবচেয়ে বেশি। রাজধানীর সাথে এসব এলাকার উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকায় স্থানীয় বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও এখানের সবজির বেশ চাহিদা রয়েছে।

জেলার সাটুরিয়া উপজেলার সবজি চাষি আনোয়ার হোসেন বার্তা২৪.কম-কে বলেন, ‘জমি তৈরি থেকে ফলন আসা পর্যন্ত এক বিঘা জমিতে কহি (স্থানীয়ভাবে সিরিআনাজ হিসেবে পরিচিত) চাষে খরচ হয় ৩০ হাজার টাকা। বাজারে কহির চাহিদা এবং ফলন ভালো হওয়ায় বাজারদরও বেশ ভালো। ফলে এক বিঘা জমি থেকে প্রায় লাখ টাকার কহি বিক্রি করা সম্ভব।’

একই এলাকার সবজি চাষি বাচ্চু মিয়া বার্তা২৪.কম-কে বলেন, ‘৪০ হাজার টাকা খরচ করে দুই বিঘা জমিতে ঢেঁড়স আবাদ করেছি। এ পর্যন্ত বিক্রি হয়েছে ৬০ হাজার টাকা। বাজারদর ভালো থাকলে আরও প্রায় ৬০ হাজার টাকার ঢেঁড়স বিক্রি করা যাবে।’

জেলা কৃষি অধিদফতরের উপ-পরিচালক হাবিবুর রহমান চৌধুরী বার্তা২৪.কম-কে বলেন, ‘রবি মৌসুমে জেলার ৯ হাজার ৬০০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছিল। আর চলতি খরিপ (১) মৌসুমে চার হাজার ১৭৯ হেক্টর জমিতে বিভিন্ন রকমের সবিজ আবাদ হয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা আর বাজারদর ভালো থাকায় চলতি মৌসুমে মানিকগঞ্জের সবজি চাষিরা লাভবান হচ্ছেন।’

এ সম্পর্কিত আরও খবর