মাঝারি আকৃতির গাছ। দীর্ঘ সবুজ পাতায় ছেয়ে গেছে শাখা-প্রশাখা। পাতার মাঝে ফুটে আছে সুন্দর ও শুভ্র ‘চালতা ফুল’।
বুধবার (২৬ জুন) সকালে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মাছুয়াকান্দা গ্রামে গাছে ফুটে থাকা চালতা ফুলের এই সৌন্দর্য ধরা পড়ে বার্তা২৪.কমের ক্যামেরায়। কিন্তু গাছের শাখা প্রশাখায় দীর্ঘ সুবজ পাতার আচ্ছাদনে চালতা ফুলগুলো সহজেই চোখে ধরা পড়ছিল না।
মূলত বর্ষার শুরুতেই গাছে চালতা ফুল ফুটতে শুরু করে। চালতা ফুল খুবই ক্ষণস্থায়ী। ভোরবেলাতে ফোটা ফুলের পাপড়ি সন্ধ্যায় ঝরে পড়ে। তাই চালতা ফুলের প্রকৃত রূপ দেখতে হলে দুপুর হবার আগেই দেখতে হবে।
হালকা সুগন্ধযুক্ত চালতা ফুলের গঠন স্পষ্ট। ফুলের বাইরের অংশে থাকে সবুজ বৃতি ৫টি ও ভেতরের অংশে সাদা রঙের কোমল বড় পাপড়ি ৫টি এবং পাপড়ির মাঝখানে চাকতির মতো গোলাকার অংশ ঘিরে থাকে হলুদ রঙের অসংখ্য পুংকেশর। যেটি তারার মতো সাজানো থাকে। ফুল থেকে ফল হয়। ফল পাকার সময় শরৎ ও হেমন্তকাল।