বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫৫ পিস ইয়াবা ও ছয় বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৬ জুন) দুপুর ১২টায় ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
আটকরা হলেন—বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের হযরত আলীর ছেলে আজিজুল (৩৬), পুটখালী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সফিকুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ফজলে করিমের ছেলে মন্টু (৪০)।
বিজিবি জানায়, মাদক পাচারকারীরা ভারত থেকে ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেট এনে সীমান্তে অবস্থান করছে; এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সসদস্যরা সেখানে অভিযান চালিয়ে আজিজুলকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং সফিকুল ও মন্টুকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ বার্তা২৪.কমকে জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।