ঘুষ দিয়ে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ লাভের চেষ্টা করার সময় সাতক্ষীরায় দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুন) রাতে অর্থ লেনদেনের সময় গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম ১১ লাখ টাকাসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন সাতক্ষীরা বল্লী এলাকার আবুল হোসেনের ছেলে আসাদুজ্জামান, (ব্যবসায়ী) নারায়নপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (পরীক্ষার্থী)।
সাতক্ষীরা সদরের বকচরা এলাকার মৎস্য অফিসের সামনে থেকে তাদের আটক করেছে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, পুলিশের নিয়োগ অনিয়মে সাতক্ষীরা জেলার সকলস্থানে মাইকিংসহ বিভিন্নভাবে জনসাধারণকে অবহিত করা হয়েছে। তার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ লেনদেনের সময় গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম বকচরা এলাকার মৎস্য অফিসের সামনে থেকে ১১ লাখ টাকাসহ পরীক্ষার্থী ও দালালসহ দুইজনকে আটক করা হয়।