বিদ্যালয় মাঠে রাস্তার নির্মাণ সামগ্রী, ধোঁয়ায় অসুস্থ শিক্ষার্থীরা

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-08-01 08:08:22

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে রাখা হয়েছে রাস্তার নির্মাণ সামগ্রী। আর স্কুলের মাঠেই বিটুমিন পোড়ানোয় দূষিত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। ফলে বিদ্যালয়ের জানলা-দরজা বন্ধ করে ক্লাস নিতে হয়।

সরেজমিনে দেখা গেছে, হাতীবান্ধা-বড়খাতা বিডিআর গেট সড়ক মেরামতের কাজ করছেন জাহেদুল ইসলাম সজিব নামে এক ঠিকদার। সড়ক মেরামতের পাথর, বালু, বিটুমিনের ড্রাম, মিক্সার মেশিনসহ নির্মাণ সামগ্রী রাখা হয়েছে ওই উপজেলার পন্ডিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুবনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গহের আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে। বিদ্যালয়ের পাশেই ড্রামে করে জ্বালানো হচ্ছে বিটুমিন। যার ধোঁয়া ও ধুলায় পরিবেশ দূষিত হচ্ছে।

পন্ডিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ক্লাসে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা মুখে মাস্ক পরে ক্লাস করছে। পঞ্চম শ্রেণির ছাত্র জাকারিয়া জানায়, ধোঁয়ার কারণে ক্লাসে বসা যায় না, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মাঠ থেকে নির্মাণ সামগ্রী সরানো দাবি জানাচ্ছি।

ধুবনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বার্তা২৪.কম-কে বলেন, 'প্রায় দেড় মাস ধরে বিদ্যালয় মাঠে এসব নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। ফলে মাঠটি নষ্ট হয়ে যাচ্ছে। আর ধোঁয়ার কারণে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কমছে। ফলে শিক্ষার্থী ও শিক্ষকরা অসুস্থ হয়ে পড়ছেন। অনেকে শ্বাসকষ্টে ভুগছেন। উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনো সমাধান মেলেনি।'

ঠিকাদার জাহেদুল ইসলাম সজিব বার্তা২৪.কম-কে বলেন, 'ওই এলাকায় কোনো খালি জায়গা না থাকায় বিদ্যালয়ের মাঠটি ব্যবহার করতে হচ্ছে।'

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার বার্তা২৪.কম-কে বলেন, 'বিদ্যালয় মাঠে মিক্সার মেশিনের ব্যবহার আপাতত বন্ধ রয়েছে।'

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বার্তা২৪.কম-কে বলেন, 'এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর