বরগুনায় রিফাত হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কখন কোন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে তদন্তের স্বার্থে কিছু জানায়নি পুলিশ।
মামলার নয় নম্বর আসামি কবির মাহমুদ হাসান সহ দুই জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা পুলিশ সুপার।
আরও পড়ুন: রিফাতের জানাজায় হাজারো মানুষের ঢল
গতকাল (২৬ জুন) সকালে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে শতশত পথচারীর উপস্থিতিতে স্ত্রীর সামনে শাহ নেয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে চন্দন (৩০) নামে মামলার চতুর্থ অভিযুক্তকে আটক করে পুলিশ। তবে এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা গেলেও এখনো পলাতক রয়েছে মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন।
আরও পড়ুন: ৩৩ ঘণ্টায় ২০ স্থানে অভিযান, মেলেনি নয়নকে