রিফাতের স্ত্রীর বাড়িতে পুলিশ মোতায়েন

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা | 2023-08-28 10:28:45

বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যার ঘটনায় তার স্ত্রী মিন্নির বাবার বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) দুপুর থেকে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

বরগুনার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মাহমুদ বলেন, ‘রিফাত হত্যার পর তার স্ত্রীকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এ ফোর্স থাকবে। তারা পালাক্রমে পাহারায় থাকবে।’

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকালে রিফাত তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে নিয়ে বরগুনা সরকারি কলেজে যান। কলেজ থেকে ফেরার পথে নয়ন, রিফাত ফরাজীসহ তাদের সহযোগীরা রিফাতের ওপর হামলা চালান। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন স্ত্রী আয়েশা। কিন্তু কিছুতেই হামলাকারীদের থামাতে পারছিলেন না তিনি। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় রিফাতকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির এক ঘণ্টা পর বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

এ সম্পর্কিত আরও খবর