দৌলতদিয়ায় সড়কেই রাত কাটবে ট্রাক চালকদের

রাজবাড়ী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-08-31 17:03:19

ফেরি স্বল্পতা আর বৈরী আবহাওয়ার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটে। পদ্মা নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।

দৌলতদিয়া ফেরিঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ট্রাক চালকদের। সারাদিন ধরে যারা ফেরির অপেক্ষায় সড়কে অবস্থান করেছিল এখন তারা অবস্থান করছে দৌলতদিয়া টার্মিনালে। সেখানে পৌঁছানোর পরও তাদেরকে নদী পার হওয়ার জন্য আরও দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করতে হবে।

আর সন্ধ্যার পর যারা দৌলতদিয়া এসে পৌঁছায়, তাদের সারা রাতই কাটবে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে। কারণ তাদের আগে নদী পারের জন্য এখনো ঘাটে অপেক্ষা করছে শত শত ট্রাক।

শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দের দিকে প্রায় সাড়ে তিন কিলোমিটার মহাসড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত পণ্যবাহী ট্রাক। সিরিয়ালে থাকা আগের ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক থেকে টার্মিনালে ঢুকিয়ে দিচ্ছে। টার্মিনালে প্রবেশ করার ঘণ্টাখানেক পরই ফেরির দেখা মিলছে তাদের।

যশোর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকের চালক মো: সেলিম মোল্লা বার্তা২৪.কম-কে জানান, ‘সন্ধ্যার পর এখানে এসেছি। কিন্তু ঘাটে তীব্র যানজট। আমার আগে আরো প্রায় কয়েক শত ট্রাক আটকে আছে। ঐ ট্রাকগুলো নদী পার না হওয়া পর্যন্ত সামনের দিকে এগোতে পারব না। ফলে সারা রাত সড়কেই নির্ঘুম কাটাতে হবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বার্তা২৪.কম-কে বলেন, ‘বৈরী আবহাওয়া আর ফেরি স্বল্পতার কারণে ঘাটে পণ্যবাহী ট্রাকের কিছুটা চাপ রয়েছে। বৃহস্পতিবারে বৈরী আবহাওয়ার কারণে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। বন্ধ থাকার কারণেই মূলত ঘাটে একটু ট্রাকের বাড়তি চাপ রয়েছে।’

দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর নাজমুল হোসেন বার্তা২৪.কমকে জানান, ঘাটে যানবাহনের বাড়তি চাপ থাকায় অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রেখে পচনশীল ট্রাক ও যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর