গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেঁড়া খোলা নামক স্থানে বাসচাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মুকসুদপুর উপজেলার ঢাকপাড় গ্রামের সালিনা বক্স উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এরশাদ খানের স্ত্রী শাওন বেগম (৩৪) এবং তার ছেলে সাকিব খান (৮)।
ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সেন্টমার্টিন নামের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।
এর প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা মহাসড়কে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন রাখেন। প্রশাসনিক কর্মকর্তাদের অনুরোধে প্রায় দুই ঘণ্টা পর তারা অবরোধ তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, ঘাতক বাস ও চালককে আটক করেছে পুলিশ। মা ও ছেলের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।