গাইবান্ধায় পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে উত্তীর্ণ ১০৬৪

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-30 00:30:45

গাইবান্ধায় পুলিশ কনস্টেবল পদে এক হাজার ৬৪ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। শনিবার (২৯ জুন) রাতে এই ফল ঘোষণা করা হয়।

এর আগে সকাল ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পুলিশ লাইন্স মাঠে এই নিয়োগ প্রক্রিয়া চলে। মাঠের বাইরে প্রায় ১০ হাজার চাকরিপ্রত্যাশীর সমাগম হয়। গেটে যাচাই বাছাইয়ের মাধ্যমে মাঠে প্রায় চার হাজার প্রার্থীকে প্রবেশ করানো হয়।

পরে শরীরের মাপ, দৌড়, লং জাম্প, বুকের মাপ, ওজন এবং কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এসব শেষে প্রাথমিকভাবে ১০৬৪ জন প্রার্থী উত্তীর্ণ হন।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম বার্তা২৪.কমকে জানান, যাচাই বাছাই শেষে পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ কোটা (পুরুষ) ৮২০ জন, সাধারণ (নারী) ৯৯ জন, মুক্তিযোদ্ধা (পুরুষ) ৪০ জন, পুলিশ পোষ্য ৫১ জন, এতিম (পুরুষ) দুইজন, উপজাতি (পুরুষ) তিনজন, আনছার (পুরুষ) ছয়জন, মুক্তিযোদ্ধা (নাতি) ৩২ জন, নারী (পোষ্য কোটা) পাঁচজন, মুক্তিযোদ্ধা (নাতনি) পাঁছজন, মুক্তিযোদ্ধা সন্তান কোটা (নারী) একজনসহ সর্বমোট ১০৬৪ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন । যথাযথ নিয়ম মেনে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর