অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় চার্জশিট

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-12 01:43:22

ফেনীর নুসরাত হত্যা মামলার প্রধান আসামী অধ্যক্ষ সিরাজ-উদ দৌলার বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় আদালতে চার্জশিট গঠন করেছে। 

রোববার (৩০ জুন) ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহিমের আদালতে এক কোটি ৪৯ লাখ টাকার চেক প্রতারণা মামলায় এ চার্জ গঠন করা হয়।

আগামী রোববার (৭ জুলাই) আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে। চেক জালিয়াতির মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এক কোটি ৩৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। এ মামলায় অধ্যক্ষ সিরাজ ছাড়াও উম্মুল কুরা মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য নুর নবী নয়ন ও মোতাহের হোসেন মোর্তজার বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে।

মামলার বাদী সূত্রে জানা যায়, উম্মুল কুরা সমিতির চেয়ারম্যান থাকাকালীন অধ্যক্ষ সিরাজ-উদ দৌলা এক কোটি ৪৯ লাখ টাকা আত্মসাৎ করেন। সমিতির সাধারণ সভায় এটি প্রমাণিত হলে সমিতির সদস্যর পক্ষে সমিতির ম্যানেজিং ডিরেক্টর আবদুল কাইয়ুম ভূঞার নামে এক কোটি ঊনচল্লিশ লাখ টাকার একটি চেক প্রদান করেন অধ্যক্ষ সিরাজ। ইসলামী ব্যাংক কলেজ রোড, ফেনী শাখায় চেকটি প্রত্যাখ্যাত হলে আবদুল কাইয়ুম ভূঞা বাদী হয়ে ২০১৭ সালের ৯ অক্টোবর আদালতে মামলা দায়ের করেন। 

এ সম্পর্কিত আরও খবর