চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় দেলোয়ার হোসেন (৪৭) নামে এক চোরাকারবারির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হেসেন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চরবর্ণী গ্রামের ওমদে শেখের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গত বছর ২৯ জুন চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় পাসপোর্টধারী যাত্রী দেলোয়ার হোসেনকে আটক করে শুল্ক ও গোয়েন্দা বিভাগের একটি দল। এরপর ব্যাগ তল্লাশি করা হলে ব্যাগ থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
সেদিন শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের (বেনাপোল সার্কেল) সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় দেলোয়ার হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে দেলোয়ার হেসেনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ৩১ আগস্ট অভিযোগপত্র আদালতে প্রদান করে।
মামলার বাদীসহ নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে আদালত রোববার দেলোয়ারকে দোষী সাবস্ত্য করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।