পাবনায় ৪টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বাদশা সরদার (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
রোববার (৩০ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার (১ জুলাই) দুপুরে আটক বাদশাকে অস্ত্রসহ পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক বাদশা সদর উপজেলার দ্বীপচর গ্রামের কফিল উদ্দিন সরদারের ছেলে।
র্যাবের দাবি, আটককৃত বাদশা একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
র্যাব-১২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মোমেন জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন অবৈধ অস্ত্রসহ বাদশা নিজ বাড়িতে অবস্থান করেছে। পরে সেখানে অভিযান চালায় পাবনা ক্যাম্পের সদস্যরা।
এ সময় ৪টি আগ্নেয়াস্ত্র (একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, দুইটি পাইপগান), ১৮ রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্রসহ বাদশা সরদারকে আটক করা হয়।
সদর থানা পুলিশ জানায়, বাদশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরের মধ্যেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।