বেনাপোলে ব্যবসায়ীকে মারধর, প্রতিবাদে বাণিজ্য বন্ধ

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর) | 2023-08-11 11:39:05

বেনাপোল স্থল বন্দরে কামাল হোসেন নামে এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।

সোমবার (০১ জুলাই) দুপুর ১২টার দিকে বেনাপোল স্থল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়।

কামাল হোসেন সিঅ্যান্ডএফ আর.কে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

বেনাপোল সিঅ্যান্ডএফের স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমান বার্তা২৪.কমকে জানান, ব্যবসায়িক কাজে কামাল হোসেন বেনাপোল চেকপোস্টে অবস্থান করেছিলেন। এ সময় সেখানে কর্তব্যরত বিজিবির নায়েক জিল্লুর রহমান তার সঙ্গে খারাপ আচরণ করে। এক পর্যায়ে তাকে মারধর করে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও বেনাপোল থেকে জিল্লুর রহমানকে প্রত্যাহারের দাবিতে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ বার্তা২৪.কমকে জানান, ওই ব্যবসায়ী চেকপোস্টে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। এ সময় তাকে দূরে সরে যেতে বললে বিষয়টি স্বাভাবিকভাবে নেননি তিনি। এতে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বাণিজ্য সচলের চেষ্টা চলছে।

এদিকে আমদানি-রফতানি বন্ধ থাকায় দুই দেশের বন্দরে কয়েকশ পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে। এর মধ্যে রয়েছে বেশির ভাগ শিল্প কারখানার যন্ত্রাংশ ও কাঁচামাল। দ্রুত ওই সমস্যার সমাধান না হলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন।

এ সম্পর্কিত আরও খবর