রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনের দাবিতে পৌরসভাগুলোতে কর্মবিরতি

, দেশের খবর

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 13:35:30

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা দেওয়ার দাবিতে বিভিন্ন পৌরসভায় ৪৮ ঘণ্টার কর্মবিরতি চলছে। সোমবার (১ জুলাই) সকাল ৯টায় এ কর্মবিরতি শুরু হয়।

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা, ঠাকুরগাঁও পৌরসভা, মেহেরপুরের দুইটি পৌরসভা, নড়াইল, রাঙামাটি ও মানিকগঞ্জ পৌরসভা, বেনাপোল পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচি পালন করছেন।

অবস্থান কর্মসূচিতে ওই সব পৌরসভার বক্তারা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ১২ থেকে ১৮ মাস পর্যন্ত বেতন বন্ধ রয়েছে। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এর আগের আন্দোলনে সরকারের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তাই এখন আবার কর্মবিরতি পালন করা হচ্ছে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এ সম্পর্কিত আরও খবর