জমি থেকেই বিক্রি হয়ে যায় টমেটো

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ | 2023-08-11 13:14:59

বারোমাসি (বারি-৪) টমেটো চাষ করে সাড়া ফেলেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুল্লাপাড়া গ্রামের কৃষক পরিতোষ মিত্র।

টমেটো ক্ষেতে সপ্তাহের নির্দিষ্ট দিনে কীটনাশক স্প্রে ও সার প্রয়োগ করেন তিনি। এতে খরচ কম হওয়ার পাশাপাশি নিরাপদ বিষমুক্ত সবজি উৎপাদন করতে পারছেন তিনি। তার উৎপাদিত টমেটোর চাহিদা দিন দিন বৃদ্ধি পেয়ে রাজধানীর সুপারশপ স্বপ্নসহ যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

কৃষক পরিতোষ জানান, গত ৫ বছর যাবৎ ২ বিঘা জমিতে বারোমাসি (বারি-৪) জাতের টমেটোর আবাদ করছেন তিনি। সারা বছর এই টমেটো উৎপাদিত হয়। টমেটো পাকার আগেই জমি থেকে তা বিক্রি হয়ে যায়। এ কারণে টমেটো বিক্রি নিয়ে বাড়তি ঝামেলায় পড়তে হয় না তার।

তিনি আরও জানান, গত কয়েক মাসে ১ বিঘা জমির টমেটো দেড় লাখ টাকায় বিক্রি করেছেন। যা উৎপাদন করতে খরচ হয়েছে ৫০ হাজার টাকা।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, বারি-৪ জাতের টমেটো সারা বছরই চাষ করা যায়। উপজেলার কুল্লাপাড়া গ্রামের পরিতোষ মিত্রসহ অনেক কৃষক এখন ওই জাতের টমেটো চাষ করছেন এবং লাভবান হচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর