পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৬ বাংলাদেশি  শ্রমিকের রিমান্ড মঞ্জুর

পটুয়াখালী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 20:22:31

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে গত ১৮ জুন সংঘটিত হামলা ভাংচুর ও লুটপাটের মামলায় গ্রেফতার ১৬ বাংলাদেশি শ্রমিকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে কলাপাড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার।

সোমবার (০১ জুলাই) দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবদেন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ জুন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে  চীনা শ্রমিকদের উপর হামলা, ভাংচুর ও   মালামাল লুটের ঘটনায় চায়না মেশিনারিজ অ্যান্ড টুলস্ কোম্পানির নিরাপত্তা পরিচালক ওয়াং লি ঝিং বাদী হয়ে ২০ জুন অজ্ঞাতনামা ৬০০ জনকে আসামি করে কলাপড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর  ঢাকার কেরানীগঞ্জ থেকে ১২ জনসহ মোট ১৬ বাঙালি শ্রমিককে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে বিদ্যুৎ কেন্দ্র থেকে খোয়া যাওয়া কয়েকটি ল্যাপটপসহ বেশকিছু মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর আসামিদের জেল হাজতে প্রেরণ করলেও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে বিচারক   এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সম্পর্কিত আরও খবর