আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের প্রথম নারী ধারাভাষ্যকার জেসি

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-08-25 17:52:22

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথম কোনো বাংলাদেশি নারী হিসেবে ধারাভাষ্য দিতে যাচ্ছেন লালমনিরহাটের সাথিরা জাকির জেসি।

মঙ্গলবার (২ জুলাই) বাংলাদেশ সময় সাড়ে ৩ টায় বাংলাদেশ-ভারত ম্যাচে বাংলা ধারাভাষ্যকার হিসেবে তাকে দেখা যাবে। ম্যাচটি ভারতের স্টার স্পোর্টস (বাংলা) চ্যানেলে প্রচারিত হবে।

জেসির বাড়ি জেলার পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায়। বাবা রফিকুল ইসলাম ঢাকার মিরপুরে সোনালী ব্যাংকে কর্মরত এবং মা হাসিনা আক্তার পাটগ্রাম কোটতালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

নারী ক্রিকেটারও ছিলেন জেসি 

 

সূত্র জানায়, স্টার স্পোর্টসে বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা ধারাভাষ্য দিলেও নারী ক্রিকেটার হিসেবে জেসিই প্রথম। শুধু বাংলাদেশ-ভারত ম্যাচ নয়, আগামী ৩ জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং ৪ জুলাই ওয়েস্টইন্ডিজ-আফগানিস্তান ম্যাচেও ধারাভাষ্য দেবেন। 

জেসি বার্তা২৪.কমকে বলেন, 'বাংলাদেশের জন্য এটা একটা ইতিহাস। কোন বাংলাদেশি মেয়ে স্টার স্পোর্টসে ধারাভাষ্য দেবে ভাবতে ভালো লাগছে।' 

জেসির মা হাসিনা আক্তার বার্তা২৪.কমকে বলেন, ‘ছোটবেলা থেকে জেসির ক্রিকেটের প্রতি টান ছিল। এর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে খেলেছে। বাংলাদেশ টেলিভিশনে ধারাভাষ্যও দিয়েছে। আমার স্বপ্ন পূরণ হচ্ছে। প্রথম নারী ধারাভাষ্যকার হিসাবে আমার মেয়ে প্রথম নারী, ভাবতে ভালো লাগছে। শুভ কামনা রইল বাংলাদেশ ও আমার মেয়ে জেসি’র জন্য।’

 

এ সম্পর্কিত আরও খবর