দুর্যোগ-অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবার পেল ঢেউটিন

লক্ষ্মীপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর | 2023-08-02 00:30:07

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ অসহায় পরিবারকে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের হাতে টিন ও চেক তুলে দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে জেলা প্রশাসকের সংরক্ষিত তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়।

জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৫৩ পরিবারের মাঝে ৬৪ বান ঢেউটিন বিতরণ করা হয়েছে। এসময় প্রতি বান ঢেউটিনের সঙ্গে ৩ হাজার টাকা করে মোট ১ লাখ ৯২ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর