আগুনে পুড়লো কৃষকের শেষ সম্বল

নড়াইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নড়াইল | 2023-09-01 09:40:40

মশার কয়েলের আগুনে পুড়ে শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হলো কৃষক সাইফুল শেখ।

বুধবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার মহিষাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিদিনের মতো গোয়াল ঘরে মশার কয়েল দেন সাইফুল। এ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে পুড়ে কৃষকের দুইটি গরু মারা গেছে। 

দুইটি গরু পুড়ে মারা যায়

 

ক্ষতিগ্রস্ত কৃষক সাইফুল শেখ বার্তা২৪.কমকে বলেন, আগুনে একটি ৯৫ হাজার টাকা মূল্যের ষাঁড় ও ৪৫ হাজার টাকার গাভী মারা গেছে। এছাড়া একটি ৫৫ হাজার টাকার গাভী ও ৪৫ হাজার টাকার ষাঁড় পুড়ে দগ্ধ হয়েছে। পাশাপাশি টিনের গোয়ালঘরটিও পুড়ে গেছে। প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, আমি অন্যের জমিতে চাষাবাদ করে কোন রকমে স্কুল পড়ুয়া দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে জীবনযাপন করছি। গরুগুলো মারা ও পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেলাম।

প্রতিবেশী সুলতান শেখ বার্তা২৪.কমকে বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি প্রতিবেশীরা বুঝতে পেরে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। দরিদ্র বর্গাচাষী সাইফুলের গরুগুলো পুড়ে মারা যাওয়ায় তার সহযোগিতা প্রয়োজন।

 

এ সম্পর্কিত আরও খবর