নাটোরে ধর্ষণের পর হত্যার দায়ে যাবজ্জীবন

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪ কম, নাটোর | 2023-08-16 10:39:49

নাটোরে পঞ্চম শ্রেণীর ছাত্রী মৌমিতাকে (১০) ধর্ষণের পর হত্যার দায়ে দুলাভাই সোহাগকে (২৭) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নিহতের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছে আদালত।

বুধবার (৩ জুলাই) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাইনুল হক এই রায় দিয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শাজাহান কবির রায়ের সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের দণ্ডবিধি ৯ এর ২ ধারা অনুযায়ী আসামী সোহাগের শাস্তি নিশ্চিত করা হয়। একই সঙ্গে দণ্ডবিধি ২১১ ধারায় আরও তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সোহাগ শহরের উত্তর বড়গাছা জোলারপাড় এলাকার খোকনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ জুলাই শ্যালিকা মৌমিতাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। নিহত মৌমিতার বাবা আব্দুল মমিন বাদী হয়ে জামাতা সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করলে পুলিশ সোহাগকে গ্রেফতার করে।

 

এ সম্পর্কিত আরও খবর