মানিকগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-16 19:10:31

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজের সাড়ে তিনশো জন শিক্ষার্থীকে একটি করে গাছের চারা দিয়েছে ‘জনকল্যাণ ফান্ড’ নামে শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এই গাছের চারা তুলে দেন কলেজটির অধ্যক্ষ কহিনুর ইসলাম ও সংগঠনটির সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিয়াজ।

এসময় আরও উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, কলেজটির হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ফরিদ খান, অর্থনীতি বিভাগের সাবেক প্রভাষক কাওছার হোসেন, আয়োজক সংগঠনটির সহ-সভাপতি বাবুল হোসেন, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আমজাদ হোসেন প্রমুখ।

গাছের চারা বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় কলেজটির অধ্যক্ষ কহিনুর ইসলাম বলেন, ‘গাছ মানব জাতির পরম বন্ধু। গাছের কাছ থেকে অক্সিজেন গ্রহণ করে মানুষ বেঁচে থাকে। আর মানবদেহ থেকে নির্গত বিষাক্ত কার্বন ডাই অক্সিজেন গ্রহণ করে গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এ কারণে প্রত্যেকের বছরে অন্তত একটি গাছ রোপণ এবং তার যত্ন করা দরকার।’

সংগঠনটির সভাপতি প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিয়াজ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে বছরে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও খবর