করাতকলের দখলে বিদ্যালয়ের মাঠ

খাগড়াছড়ি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খাগড়াছড়ি | 2023-08-31 13:27:50

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি এখন একটি করাতকলের (স মিল) দখলে। এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে।

জানা গেছে, ইউসুফ সুবেদার ওই বিদ্যালয়ের পাশে অল্প জায়গায় একটি করাতকল স্থাপন করেন। বর্তমানে বর্ষা মৌসুমে কাজের চাপ বেড়েছে। এ কারণে জায়গা সংকুলান না হওয়ায় বিদ্যালয় মাঠে গাছ রাখা হচ্ছে। কিন্তু বিষয়টির সমাধানে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

মাঠের পরিবেশ রক্ষায় স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন জানান, মাঠের চারপাশে দেয়াল না থাকায় নিজের ইচ্ছে মতো গাছ রাখছে ওই ব্যবসায়ী। এতে মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা ও চলাচল করতে দুর্ভোগ পোহাচ্ছে। তবে এ ব্যাপারে জরুরি কোনো পদক্ষেপ নিচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য আরমান হোসাইন জানান, এলাকার ছেলেরা এই মাঠে খেলাধুলা করে। কিন্তু মাঠটি দখল করে নিয়েছে ওই করাতকল ব্যবসায়ী।

এ ব্যাপারে কথা বলতে করাতকলের মালিক ইউসুফ সুবেদারের মোবাইলে একাধিকবার কল করা হলেও তা রিসিভ করেননি তিনি।

এ সম্পর্কিত আরও খবর