ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরের দিকে আখাউড়া চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
পাসপোর্টের তথ্যানুযায়ী আটককৃতরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা গ্রামের হারুনের ছেলে মো. কামাল (২৪) ও রাজবাড়ী জেলার সদর উপজেলার কালনপুর গ্রামের আলী হোসেনের ছেলে সাব্বির মোল্লা (২২)।
আটক কামালের পাসপোর্টটি (BY 0027605) নোয়াখালী থেকে এবং সাব্বিরের পাসপোর্টটি (EA 0864728) ঢাকা থেকে ইস্যু করা হয়েছে বলে জানা যায়।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা মো. আব্দুল হামিদ বলেন, ‘দুপুরে দুইজন আখাউড়া স্থলবন্দরের চেকপোস্ট দিয়ে ভারতে যেতে চেয়েছিলেন। তাদের পাসপোর্টে ভারত এবং মিয়ানমারের ভিসা রয়েছে। আমরা তাদের নাম ঠিকানা জানতে চাইলে সঠিকভাবে তা বলতে পারেনি এবং তাদের ভাষা আমাদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় আটক করি।’
তিনি আরও জানান, আটককৃতরা কীভাবে বাংলাদেশি পাসপোর্ট এবং ভারতের ভিসা পেয়েছেন সেটি বলা যাচ্ছে না। তাদেরকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।