কুমিল্লার চৌদ্দগ্রামে লাইসেন্স না থাকায় পিয়াস ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক নামের এক প্রতিষ্ঠানকে অর্ধ লাখ টাকা জরিমানা ও কন্ট্রোল রুম সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া বাজারে সহকারী কমিশনার ভূমি দীপন দেবনাথ এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, ধনুসাড়া গ্রামের আলী আহমদের ছেলে আমির হোসেন (৪২) স্থানীয় বাজারে লাইসেন্স বিহীন ‘পিয়াস ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক’ নামের ডিশ ব্যবসা পরিচালনা করছিলেন। এর মাধ্যমে সে অবৈধ পন্থায় গ্রাহকদের পে-চ্যানেল দেখাচ্ছিলেন। এতে আমির হোসেন ২০০৬ (১৬) এর ২৮ ধারায় অপরাধ করে।
দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দীপন দেবনাথ অভিযান চালিয়ে আমির হোসেনের পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের কন্ট্রোল রুম সিলগালা করেন।