চাঞ্চল্যকর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় রোববার (৭ জুলাই) কেরোসিন ও বোরকা বিক্রেতা এবং দোকানের কর্মচারী সাক্ষ্যগ্রহণ করা হবে।
শনিবার (৬ জুলাই) বার্তা২৪.কমকে এ তথ্য জানান মামলার বাদী পক্ষের আইনজীবী এম. শাহজাহান সাজু।
মুঠোফোনে তিনি জানান, গত বৃহস্পতিবার (৪ জুলাই) ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার নৈশ প্রহরী মো. মোস্তফার সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। রোববার কেরোসিন বিক্রেতা জসিম উদ্দিন, বোরকা বিক্রেতা লিটন ও যে দোকান থেকে কেরোসিন কেনা হয়েছিল ওই দোকানের কর্মচারী হেলাল উদ্দিন লিটনের সাক্ষ্যগ্রহণ করা হবে।
উল্লেখ্য, আলোচিত এই হত্যাকাণ্ডে গত ২৭ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত মামলার বাদী ও নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান এবং ওই মাদরাসার পিয়ন নুরুল আমিন সাক্ষ্য দিয়েছেন।
আরও পড়ুন: আদালতে নুসরাতের ভাইয়ের সাক্ষ্যগ্রহণ
আরও পড়ুন: নুসরাত হত্যা মামলায় পিয়নের সাক্ষ্য গ্রহণ