বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ৫ জেলে নিখোঁজ

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-31 00:40:27

বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পরে তিনটি ফিশিং ট্রলার ডুবে গেছে। ওই তিন ট্রলারে থাকা ৪০ জন জেলের মধ্যে ৫ জেলে নিখোঁজ রয়েছে। বাকিদের উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) পৃথক সময়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে তিনটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। শনিবার (৬ জুলাই) বিকেলে উদ্ধারকৃত জেলেরা ফিরে আসলে বিষয়টি জানাজানি হয়।

জানা গেছে, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের সেলিম মাঝির একটি ফিশিং ট্রলার ১৩ জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশে গভীর বঙ্গোপসাগরে যায়। শুক্রবার দুপুরে হঠাৎ ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারের মো. হাসান (১৭) ও মো. মিজান (২৫) নামে দুই জেলে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে।

অপরদিকে উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের মিজান ফকিরের মায়ের দোয়া নামে ফিশিং ট্রলারটি গভীর রাতে বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায়। এতে ট্রলারে থাকা ১৪ জেলে পানিতে ডুবে যায়। পরে ভারতীয় একটি ট্রলারের লোকজন ১২ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। ওই ট্রলারে থাকা দুইজন এখনো নিখোঁজ রয়েছে।

এছাড়া উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের সোহরাব প্যাদার একটি ফিশিং ট্রলার ১৩ জন জেলে নিয়ে গভীর বঙ্গোপসাগরে ডুবে গেছে। এর মধ্যে ১২ জন উদ্ধার হয়েছে। বাকি একজন নিখোঁজ রয়েছে।

এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো.আলী আহম্মেদ বলেন, ‘আমাদের কাছে তিনটি ট্রলার ডুবির তথ্য এসেছে। এসব ঘটনার বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।’

এ সম্পর্কিত আরও খবর