রাজবাড়ীতে হরতালেও থেমে নেই দূরপাল্লার যানবাহন চলাচল

রাজবাড়ী, দেশের খবর

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, রাজবাড়ী, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 07:56:25

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সব ধরনের গ্রাহক পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম গড়ে ৩২ দশমিক ৮ শতাংশ বাড়ানোর ঘোষণার সিদ্ধান্তের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতাল চলছে। তবে এই হরতালের মধ্যেও রাজবাড়ীতে থেমে নেই যানচলাচল। সকাল থেকেই দূরপাল্লার বাসগুলো নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

রোববার (৭ জুলাই) সকাল ৭টায় বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে এমন চিত্র উঠে আসে বার্তাটোয়েন্টিফোর.কম এর কাছে।

হরতালেও বাজারের দোকানগুলো যথাসময়ে খোলে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম 

 

বালিয়াকান্দি বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, ভোর হতেই কর্মজীবী মানুষ ঘর থেকে বের হয়েছে। বাজারের দোকানগুলো যথাসময় খুলছে। বাসস্ট্যান্ড থেকে প্রতিদিনের ন্যায় দূরপাল্লার বাস যথাসময়ে ছেড়ে যাচ্ছে। রাজবাড়ী বাস টার্মিনাল, মুরগির ফার্ম ও দৌলতদিয়া বাস টার্মিনাল থেকে সব ধরনের যানবাহন স্বাভাবিক রয়েছে।

দূরপাল্লার যানবাহনের পাশাপাশি মাহেন্দ্র ও ছোট ছোট যানবাহনগুলো জেলার মধ্যে চলাচল করছে। হরতালের সমর্থনে শনিবার (৬ জুলাই) ও আজ রোববার এখন পর্যন্ত কোনো ধরনের মিছিল-মিটিং করেনি বাম জোট সংগঠনগুলো।

হরতালেও থেমে নেই ছোট যানবাহন চলাচল, ছবি: সংগৃহীত

 

বালিয়াকান্দি বাসস্ট্যান্ড থেকে ঢাকা ছেড়ে যাওয়া রাবেয়া পরিবহনের সুপারভাইজার শরিফ হোসেন ও সুর্বণ পরিবহনের টিকিট মাস্টার শফিকুল ইসলাম শফি বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, হরতালে আমাদের বাস বন্ধ নেই। প্রতিদিনের মতো আজও যথাসময়ে আমাদের বাসগুলো ছেড়ে যাচ্ছে। হরতালে কোনো প্রভাব নেই।

রাজবাড়ী জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসান বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। সড়ক এবং মহাসড়কগুলোতে যথেষ্ট নিরাপত্তা রয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজবাড়ীর সকল টার্মিনাল থেকে যথারীতি যানবাহন ছেড়ে যাবে।

রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গ্যাসের দাম বৃদ্ধির কারণে বাম জোটের ডাকা হরতালে কোনো প্রভাব পড়বেনা রাজবাড়ীতে। সড়কগুলো আমাদের নজরদারিতে থাকবে। হরতালের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে সেটা প্রতিহত করা হবে। জনগণের সম্পদ রক্ষা ও জীবনের নিরাপত্তায় আমরা সতর্ক থাকব।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি ছলেমান মোল্লা দলু বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা আধাবেলা হরতাল চলছে। তবে আমাদের এলাকা মফস্বল হওয়ায় এখানে হরতালের প্রভাব একটু কম।

এ সম্পর্কিত আরও খবর