গাজীপুরে অরক্ষিত রেললাইন পারাপারের সময় মালবাহী ট্রাক বিকল হয়ে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় গাড়িতে থাকা দুইজন নিহত হয়েছেন।
রোববার (৭ জুলাই) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত হওয়া গেছে।
নিহত দুই ব্যক্তির একজন ট্রাকের চালক ও তার সহকারী। নিহত দুই ব্যক্তির পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহত দুইজনকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, বালুবোঝাই ট্রাক রেললাইনে ওঠার পরপরই বিকল হয়ে পড়ে। এ সময় কলকাতা থেকে ঢাকাগামী আন্তঃনগর মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
ঢাকা রেলওয়ে পুলিশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.রসু বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ঢাকা থেকে কলকাতাগামী আন্তঃনগর ‘মৈত্রী এক্সপ্রেস’ জয়দেবপুর স্টেশন থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে যাওয়ার সময় দাক্ষিণখান এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ট্রাক চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হয়। এছাড়াও দুই জন আহত হয়।