বৃষ্টি কারো কাছে উপভোগ্য, আবার ভোগান্তির

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পটুয়াখালী | 2023-09-01 11:05:03

শনিবার (৬ জুলাই) রাত থেকেই পটুয়াখালী জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনো গুঁড়ি গুঁড়ি, অবার কখনো ভারী বর্ষণে অনেকটাই স্থবির মানুষের জীবন।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির কারণে বিপর্যস্ত কর্মজীবী মানুষ পেটের তাগিদে কাজে যোগ দিয়েছেন। অনেকে অবার বৃষ্টির কারণে অলস সময় পার করছেন। তবে বৃষ্টি উপভোগ করছে শিশু-কিশোররা। ছোট হাতে ছাতা নিয়ে অনেকেই সড়কের অলি-গলিতে ঘুরছে।

এদিকে বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে পটুয়াখালী নগরীর মানুষ। গত কয়েকদিনের তীব্র তাপদাহ থেকে কিছুটা হলেও মুক্তি মিলেছে তাদের।



পটুয়াখালী জেলা আবহাওয়া বিভাগের তথ্য মতে, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হযেছে। রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত ১৭.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হযেছে। আগামী দুইদিন এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলেও জানান তারা।

এ সম্পর্কিত আরও খবর