বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৮ জুলাই) সকালে ফকিরহাট বিশ্বরোডের মোড়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ইজিবাইক ও সাইকেলকে ধাক্কা দেয় একটি গরু বোঝাই ট্রাক।
এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী মো. রাব্বি হোসেন (২৬) নিহত হয়। এছাড়া খুলনা নেয়ার পথে মারা যায় জাহাঙ্গীর হোসেন (৪০) নামের আরেক পথচারী।
নিহত রাব্বি ফকিরহাট উপজেলার আট্টাকি গ্রামের শেখ আলী হোসেনের ছেলে। আর জাহাঙ্গীর একই উপজেলার সৈয়দমহল্লার মোহাম্মদ হোসেনের ছেলে। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে দ্রুত ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাটের ফকিরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবু জিহাদ শেখ বলেন, 'সকালে ফকিরহাট বিশ্বরোড মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সেখানে থাকা ইজিবাইক ও সাইকেল আরোহীসহ পথচারীদের ধাক্কা দেয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, 'ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদেরকে ধরা সম্ভব হয়নি। তাদের খুঁজে বের করতে পুলিশ তৎপরতা শুরু করেছে।'