রাঙামাটিতে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

রাঙামাটি, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়ন্টিফোর.কম, রাঙামাটি | 2023-08-31 22:40:37

রাঙামাটির কাপ্তাইয়ে একটি পাহাড় ধসে মাটি চাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

নিহতদের নাম- উজ্জ্বল মল্লিক (৩) ও তাহমিনা বেগম (২৫)।

সোমবার (৮ জুলাই) সকাল ১২টার দিকে কাপ্তাইয়ের কলাবাগানের মালি কলোনির পাহাড় ধসে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রোববার (৭ জুলাই) রাত থেকে প্রবল বর্ষণ শুরু হলে এদিন কাপ্তাই উপজেলার কলাবাগানের মালি কলোনির পাহাড়ের পাদদেশে থাকা দুইটি ঘর পাহাড়ধসে ভেঙে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা সুনীল মল্লিকের পরিবারের মধ্যে উজ্জ্বল মল্লিক (৩) ও গফুর মিয়ার পরিবারের তাহমিনা বেগম ছাড়া বাকি সবাই বের হতে সক্ষম হয়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়ে উজ্জ্বল মল্লিকের মৃতদেহ উদ্ধার করে। পরে তাহমিনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি উত্তম কুমার দাশ ও কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা চেয়ারম্যান মফিজুল ইসলাম জানিয়েছেন, কাপ্তাইয়ের অনেক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়টি সঠিকভাবে জানা যাচ্ছে না। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সেখানে।

তিনি আরও জানান, নিহতদের জন্য রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ৪০ হাজার টাকা করে প্রদান করেছেন।

এ সম্পর্কিত আরও খবর