সুনামগঞ্জের জাদুকাটা নদীতে দীর্ঘদিন অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে নদী থেকে বালু তোলা হচ্ছে। এতে নদী দূষিত হয়ে বালু মিশ্রিত পানি হাওরের বিভিন্ন জমিতে ঢুকে চাষাবাদের ক্ষতি হচ্ছে।
সোমবার (৮ জুলাই) সুনামগঞ্জে জেলার তাহিরপুর পূর্ব বাজারে নদীর পাড় কাটা, বোমা মেশিন চালানো, অবৈধ দখল ও পরিবেশ দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
মানববন্ধনে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, নুড়ি পাথর তোলার নামে যারা অবৈধভাবে বালু তুলে হাওরের পরিবেশ ও জীববৈচিত্রের বিপর্যয় ডেকে আনছে, তাদেরকে সেসব অবৈধ কাজ বন্ধ করতে হবে।
তিনি জানান, বালু তোলার ফলে হাওরের অনেক অঞ্চলেই বালুপানি মিশে জমির উর্বরতা নষ্ট হচ্ছে।
এসময় তিনি নদী রক্ষায় নিয়োজিত দায়িত্বশীল কর্মকর্তারা দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না উল্লেখ করে নদী রক্ষায় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কথা তাদের মনে করিয়ে দেন।
মানববন্ধনে হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক টিটু পুরকায়স্থ, ঢাকা থেকে আগত পবার প্রতিনিধিরা, তাহিরপুর উপজেলার সাধারণ মানুষসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।