দুইটি হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানা। মঙ্গলবার (৯ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা কারাগার থেকে বের হয়েছেন তিনি।
সকাল ৯টায় মুক্তি পেয়েই আমানুর রহমান খান রানা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তিনি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি।
আরও পড়ুন: সাবেক এমপি রানার জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
পরে তিনি রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বলে জানা গেছে।
এর আগে টাঙ্গাইল কারাগার ফটক ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ ও কারারক্ষীরা কারাগারের আশপাশে কাউকে ভিড়তে দেয়নি।
এদিকে সকাল থেকেই তার কর্মী-সমর্থকরা কারাগার ফটকে ভিড় করতে থাকেন। এ সময় কারারক্ষী ও পুলিশ তাদের দূরে সরিয়ে দেয়।
টাঙ্গাইল জেলা কারাগারের সুপার আবুল বাশার বলেন, ‘বেশ কয়েকদিন আগে থেকে সাবেক এমপি রানা টাঙ্গাইল কারাগারে ছিলেন। হাইকোর্ট ও আপিল বিভাগের কাগজ পত্র পাওয়ার পর মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর বিগত ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর সাবেক এমপি আমানুর রহমান খান রানা টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সে সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ এবং দুই যুবলীগ নেতা হত্যা মামলার আসামি।