মানিকগঞ্জে ১৫০ প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ

মানিকগঞ্জ, দেশের খবর

খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-20 08:47:22

মানিকগঞ্জের সাত উপজেলায় মোট ৬৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১৫০টি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ভবন বা শ্রেণিকক্ষের সংকট থাকার কারণে ঝুঁকিপূর্ণ ওই ভবনগুলোগুতেই পাঠদান করতে হচ্ছে অনেক শিক্ষার্থীদেরকে।

এতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি চিন্তিত অভিভাবকরাও। তবে খুব অল্প সময়ের মধ্যেই অধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলো মেরামত বা নতুন ভবন নির্মাণের পরিকল্পনা চলমান রয়েছে বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা।

সরেজমিনে জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলোতে শিক্ষার্থীদেরকে পাঠদান করতে দেখা যায়। অনেক বিদ্যালয়ের ভবনের নিচের মাটি সরে গেছে। আবার কোনো কোনো বিদ্যালয়ের ছাদের পলেস্তার খুলে পড়ছে। কোনটির আবার বিম থেকে খসে পড়ছে কংক্রিট। এরপরও পাঠদান কার্যক্রম চলছে এসব বিদ্যালয়ে।

জেলার সিংগাইর উপজেলার ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুররাতুল আইন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, তার বিদ্যালয়ে দুটি ভবন। এর মধ্যে একটিতে দুটি কক্ষ এবং আরেকটিতে রয়েছে তিনটি কক্ষ। তার বিদ্যালয়ের দুটি ভবনই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে একটি ভবন খুব বেশি ঝুঁকিপূর্ণ।

বিকল্প ব্যবস্থা না থাকার কারণে ওই ভবনগুলোতেই শিক্ষার্থীদের ক্লাস নিতে হয় বলে জানান দিনি।

একই উপজেলার নয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক জানান, তার বিদ্যালয়ে একটি দ্বিতল ও একটি টিনশেড ভবন রয়েছে। দ্বিতল ভবনটি স্বাভাবিক থাকলেও টিনশেড ভবনটি পুরোপুরি ঝুঁকিপূর্ণ। কিন্তু শ্রেণিকক্ষের অভাবে ঝুঁকিপূর্ণ ভবনেও শিক্ষার্থীদেরকে ক্লাস নিতে হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, জেলায় মোট ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা ১৫০টি। এর মধ্যে মানিকগঞ্জ সদরে ২৮টি, ঘিওরে ২২টি, সিংগাইরে ১৫টি, সাটুরিয়ায় ৭টি, হরিরামপুরে ২০টি, শিবালয়ে ২০টি এবং দৌলতপুরে ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ রয়েছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফা রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ঝুঁকিপূর্ণ ১৫০টি বিদ্যালয়ের তালিকা এরই মধ্যে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে। চাহিদা অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ ভবনগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেরামত বা নতুন করে নির্মাণ করা হবে।’

এ সম্পর্কিত আরও খবর