বৃষ্টি-জোয়ারে মনপুরার ৭ গ্রাম প্লাবিত

ভোলা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-17 15:05:06

টানা পাঁচ দিনের বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে ভোলার মনপুরা উপজেলার কলাতলীরচর, চরনিজাম ও কাজীরচরের নিম্নাঞ্চল তিন থেকে চার ফুট পানিতে প্লাবিত হয়েছে।

এছাড়া মাস্টারহাট এলাকার ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ডুকে প্লাবিত হয়েছে আরও চারটি গ্রাম। জোয়ারের পানিতে তিন শতাধিক পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। এতে ১৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে মানবেতর জীবন-যাপন করছে।

এদিকে কয়েক দিনের টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অঘোষিত বন্ধ রয়েছে। কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুক ফরাজী জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে বিদ্যালয়ে যাচ্ছে না।

এদিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য নুরনবী জানান, জোয়ারের পানিতে চরনিজামে গত কয়েক দিন ধরে স্বাভাবিক জীবন-যাত্রা ব্যাহত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী আবুল কালাম জানান, অতি বৃষ্টি ও জোয়ারের কারণে ভাঙা বাঁধের কাজ করা যাচ্ছে না। তবে দ্রুত বেড়িবাঁধ নির্মাণের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর